নবী'ই কি কল্কি অবতার?

নবী'ই কি কল্কি অবতার?

     অগ্নিবাণ পুস্তক থেকে উদ্ধৃত–
কিন্তু তারপরেও কিছু পার্থক্য একত্রে তুলে ধরছি যেন আরো স্পষ্ট বুঝতে পারেন নবী (সাঃ) কল্কি অবতার নয়।

➤১. কল্কি অবতার হচ্ছেন স্বয়ম ঈশ্বরের অবতার। কিন্তু নবী (সাঃ) কে কি জাকির নায়েক ঈশ্বর মানেন যে কল্কি অবতারের সাথে মিলালেন?

➤২. কল্কি অবতার অবতীর্ণ হবেন ব্রাহ্মণগৃহে, কিন্তু নবী (সাঃ) ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেননি। জাকির নায়েক নিজেই স্নেচ্ছের পক্ষে প্রমাণ দিয়েছেন ভবিষ্যপুরাণ থেকে।

➤৩. কল্কি অবতারের নাম কল্কিই রাখা হবে কিন্তু নবীজীর নাম কল্কি রাখা হয়নি। 
নামাকুর্ব্বংস্ততন্তস্য কল্কিরিত্যভিবিশ্রুতম্।      
                    (কল্কিপুরাণ-১/২/২৯)
 তাঁহারা ঐ বালকের নামকরণ-কালে 'কল্কি' এই বিখ্যাত নাম রাখিলেন।

➤৪. কল্কি অবতার আসবেন কলিযুগের শেষ সময়ে এখনো কলিযুগের মধ্যসময়ই আসেনি, শেষ তো বহুদূর কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) এর জন্ম বহুপূর্বেই হয়ে গেছে-

রাধয়া প্রার্থিতোহহং বৈ যদা কলিযুগান্তকে।
সমাপ্য চ রহঃ ক্রীড়াং কল্কী চ ভবিতাস্থ্যহম্॥
(ভবিষ্যপুরাণ, প্রতিসর্গপর্ব, চতুর্থখণ্ড-৫/২৮)

অর্থাৎ এখানে বুঝাচ্ছে কলিযুগের অন্তে (শেষে) কল্কি অবতার রূপে অবতীর্ণ হবে। 

➤৫. কল্কি অবতারের গুরু ছিলেন পরশুরাম (কল্কিপুরাণ-প্রথম অংশের তৃতীয় অধ্যায়) কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) এর গুরু পরশুরাম ছিলেন না।

➤৬. কল্কি অবতারের পূর্বে ৩ ভাই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) এর কোন ভাই ছিলনা। কষ্কের্জ্যেষ্ঠান্দ্রয়ঃ শূরাঃ কবি-প্রাজ্ঞ-সুমন্ত্রকাঃ।     
                               (কল্কিপুরাণ-১/২/৩১)
কল্কির পূর্বে তাঁহার জ্যৈষ্ঠ তিন ভ্রাতা জন্মপরিগ্রহ করেন। তাঁহাদের নাম কবি, প্রাজ্ঞ ও সুমন্ত্র।

➤৭. কল্কি অবতারের পিতা বিষ্ণুযশ তাঁকে উপনয়নপূর্বক যজ্ঞোপবীত ধারণ করান এবং বেদাধ্যয়ন করান। কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) এর পিতা এসব করাবেন দূরের কথা নবী (সাঃ) এর পিতা উনার জন্মের পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন।

তাত! তে ব্রহ্মসংস্কারং যজ্ঞসূত্রমনুত্তমম্। 
সাবিত্রীং বাচয়িষ্যামি ততো বেদান্ পঠিয্যসি ॥
                           (কল্কিপুরাণ-১/২/৩৫)

বৎস! এক্ষণে তোমার উপনয়নরূপ ব্রহ্মসংস্কার সম্পাদন করিয়া গায়ত্রী উপদেশ দিব, পরে বেদ অধ্যয়ন করিবে।

➤৮. কল্কি অবতারের পিতা বিষ্ণুযশ স্বায়ম্ভুব মনুর অবতার কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) এর পিতা স্বায়ম্ভুব মনুর অবতার নন।

কলের্দিব্য সহস্রাব্দ প্রমাণস্যান্তপাদয়োঃ। 
শম্ভলগ্রামকং প্রাপ্য ব্রাহ্মণঃ সঞ্জনিষ্যতি ॥
                (পদ্মপুরাণ, উত্তরখণ্ড-২৪২/১০)

মনু দিব্য সহস্রবর্ষ পরিমিত কলিযুগের অন্ত্যপাদে শম্ভলগ্রামবাসী জনৈক ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন।

➤৯. কল্কি অবতারের দুই স্ত্রী রমা ও পদ্মা, চার ছেলে হয় জয়, বিজয়, মেঘমাল ও বলাহক। (কল্কিপুরাণ-২/৬/৩৬, ৩/১৭/৪৪)। কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) এর ২এর অধিক স্ত্রী ছিলো তাদের কারো নাম রমা ও পদ্মা ছিলোনা এবং ৪ ছেলে ছিলোনা।

➤১০. কল্কি অবতার শিবের নিকট হইতে অশ্ব এবং শুকপাখি প্রাপ্ত করবে। কিন্তু নবী মুহাম্মদ (সাঃ) তা প্রাপ্ত করেননি।

ত্বং গারুড়মিদং চাশ্বং কামগং বহুরূপিণম্। 
শুকমেনঞ্চ সর্বজ্ঞং ময়া দত্তং গৃহাণ ভোঃ॥
                     (কল্কিপুরাণ-১/৩/২৫)

এই যে অশ্বটি দেখিতেছ তা গরুড়ের অংশ-সম্ভূত। এই অশ্বটি কামগামী ও বহুরূপী। এই শুকপাখিটি সর্বজ্ঞ। আমি এই অশ্ব ও শুকপাখিটি তোমাকে দিতেছি, গ্রহণ কর।

তদ্ভিন্ন অসংখ্য অমিল দেখানো যাবে, কিন্তু মনে হয় এইপর্যন্তই অনেক বেশি হয়ে গেছে।

©️অমৃতস্য পুত্রাঃ

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন