সৃষ্টির আদিতে কি দুই জন মানুষের জন্ম হয়েছিলো?
মনু ও শতরূপা কি আমাদের আদি পিতা-মাতা?
আমরা ছোট বেলা থেকে এটা শুনে শুনে বড় হয়েছি যে-
আমাদের আদি পিতা-মাতা নাকি মনু ও শতরূপা!
এই বিষয়টা কতটুকু শাস্ত্রসম্মত?
চলুন আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে সেটা দেখি।
বেদ-
তং য়জ্ঞং বর্হিষি প্রৌক্ষন্ পুরুষং জাতমগ্রতঃ।
তেন দেবাহঅয়জন্ত সাধ্যাহঋষয়শ্চ য়ে ।।
(যজু০ ৩১/৯)
পদার্থঃ (তং) ওই (য়জ্ঞং) পুজনীয়, (অগ্রতঃ জাতম্) সর্ব প্রথমে, প্রাদুর্ভূত জগতের কর্তা, (পুরুষম্) পূর্ণ পরমেশ্বরকে (অগ্রতঃ) সৃষ্টির পূর্বে (বর্হিষি) বিদ্যমান মহান ব্রহ্ম-রূপ যজ্ঞে (প্র ঐক্ষন্) উত্তম অভিষিক্ত করিয়ে (তেন) ওই জ্ঞানময় পরম পুরুষ থেকে (সাধ্যাঃ) যোগাভ্যাস আদির সাধনাকারী জ্ঞানী আর (ঋষয়ঃ চ) ঋষিগণ (য়েচ) আর যদিও তাহারা (অয়জন্ত) পরমেশ্বরের উপাসনা করেন ।
ভাবার্থঃ পরমাত্মা সৃষ্টিতে যোগাভ্যাস আদি সাধনার জন্য অনেক জ্ঞানী ঋষিগণ [নর-নারী] উৎপন্ন করেছিল ।
এর অর্থ এই যে সৃষ্টির শুরুতে পরমাত্মা বহু মানব সৃষ্টি করেছিলেন
উপনিষদ-
(শ্বেতাশত্বরোপনিষদ- ৪/৫)
পদার্থ:- (অজমেকাং) সৃষ্টির শুরুতে অজন্মা পরমাত্বা (শুক্লা) সাদা / সত্বঃ (কৃষ্ণা) কালো/ রজঃ (লোহিত) লাল / তমঃ গুন সম্পন্ম (বহ্বী) বহূ ( প্রজাঃ) প্রজা /মানব (সৃজমানাং) সৃষ্টি / সৃজন (সরুপা) করিলেন।
অর্থ-- সৃষ্টির শুরুতে অজন্মা পরমাত্বা সত্বঃ রজঃ ও তমোগুন বিশিষ্ট বহূ প্রজা তথা মানব সৃষ্টি করিলেন ।
[মন্তব্য:- অতএব দেখা যাচ্ছে যে মনু শতরূপা বা আদম- হাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যাচারীতা ]
শ্রীমদ্ভগবতগীতা-
সকল সনাতনীদের গৃহে আছে খুলে মিলিয়ে নিন।
পদার্থ- (পুরা) পূর্বে, সৃষ্টির প্রারম্ভে ( প্রজাপতিঃ) ব্রহ্মা (সহযজ্ঞা) যজ্ঞের সহিত ( প্রজা সৃষ্টা) প্রজাসকল সৃষ্টি করিয়া (উবাচ) বলিয়াছিলেন ( অনেন) এই যজ্ঞ দ্বারা ( প্রসবিষ্যধ্বম্) বৃদ্ধিপ্রাপ্ত হও (এষঃ) এই যজ্ঞ (বঃ) তোমদিগের (ইষ্টকামধুক্) অভিষ্ট ভোগপ্রদ (অস্তু) হউক ।
অর্থ- সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর যজ্ঞ সহ প্রজা (মনুষ্য) সৃষ্টি করে রেখেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পুরন করবে ।
অতএব,বেদ গীতা উপনিষদ মতে সৃষ্টির শুরুতে বহু মানুষের সৃষ্টি হয়েছিলো ।
কোন একজোড়া মনুষ্য নয় বরং অসংখ্য মনুষ্য ঈশ্বর সৃষ্টি করেছিলেন।
✍️:- বিশাল আর্য।
প্রচারে :- আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ ।