১৮ অক্ষৌহিণী বলতে কত/কি?

                  ১৮অক্ষৌহিণী সৈন্যাদির হিসাব


মহাভারতে উল্লেখ রয়েছে মহাভারত যুদ্ধে ১৮ অক্ষৌহিণী সৈন্যাদি একত্র হয়েছিল (মহা০ ১/২/১৪)। কিন্তু এই অক্ষৌহিণী দ্বারা কত সংখ্যক সৈন্যাদিকে বুঝায়? এরূপ প্রশ্ন জাগে 'অক্ষৌহিণী' শব্দ নিয়ে। এই লিখনীতে সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো। এই বিষয়ে মহাভারত-১/১/১৭-১৮ শ্লোকেও জিজ্ঞাসা করা হয়েছে -

          অক্ষৌহিণ্য ইতি প্রোক্তং যত্ত্বয়া সূতনন্দন।
          এতদিচ্ছামহে শ্রোতুং সর্বমেব যথাতথম্॥১৭

অনুবাদ : সুতনন্দন! এখন আপনি যে অক্ষৌহিণী শব্দ উচ্চারণ করেছেন, ইহা সম্পর্কে আমরা সকল কথন যথার্থরূপে শুনতে চাই।

         অক্ষৌহিণ্যাঃ পরীমাণং নরাশ্বরথদন্তিনাম্।
         যথাবচ্চৈব নো ব্রুহি সর্বং হি বিদিতং তব॥১৮

অনুবাদ : এক অক্ষৌহিণীতে কত সংখ্যক পদাতি, ঘোড়া, রথ এবং হাতি থাকে তা যথাযথভাবে আমাদিগকে বলুন, কেননা আপনি সবই জানেন।

এর উত্তরে মহর্ষি বিস্তারিতভাবে মহাভারত-১/১/১৯-২৬ শ্লোকে বলিয়াছেন। যথা-

         একো রথো গজশ্চৈকো নরাঃ পঞ্চ পদাতয়ঃ।
         ত্রয়শ্চ তুরগাস্তজ্জ্ঞৈঃ পত্তিরিত্যভিধীয়তে॥১৯

অনুবাদ : এক রথ, এক হাতি, পাঁচজন পদাতি এবং তিন ঘোড়া ইহাকেই সেনা মর্মজ্ঞ বিদ্বানেরা 'পত্তি' বলিয়া থাকেন।

          পত্তিং তু ত্রিগুণামেতামাহুঃ সেনামুখং বুধাঃ।
         ত্রীণি সেনামুখান্যেকো গুল্ম ইত্যভিধীয়তে॥২০

অনুবাদ : পত্তির ত্রিগুণ সংখ্যককে বিদ্বান্ পুরুষ 'সেনামুখ' বলে থাকেন। তিন সেনামুখকে এক 'গুল্ম' বলা হয়।

          ত্রয়ো গুল্মা গণো নাম বাহিনী তু গণাস্ত্রয়ঃ।
        স্মৃতাস্তিসন্তু বাহিন্য: পৃতনেতি বিচক্ষণৈঃ ॥২১

অনুবাদ : তিন গুল্মে এক 'গণ' হয়। তিন গণ মিলে এক 'বাহিনী ' হয়। তিন বাহিনীতে এক 'পৃতনা বলেন বিদ্বানেরা ।

                চমূস্তু পৃতনাস্তিস্রস্তিস্রশ্চম্বস্ত্ত্বনীকিনী।
         অনীকিনীং দশগুণাং প্ৰাহুরক্ষৌহিণীং বুধাঃ॥২২

অনুবাদ : এই ক্রমে বিদ্বানেরা বলেন - তিন পৃতনায় এক চমূ, তিন চমূতে এক অনীকিনী এবং দশ অনীকিনীতে এক অক্ষৌহিণী হইয়া থাকে।

         অক্ষৌহিণ্যাঃ প্ৰসংখ্যাতা রথানাং দ্বিজসত্তমাঃ।
         সংখ্যা গণিততত্ত্বজ্ঞৈঃ সহস্রাণ্যেকবিংশতিঃ ॥২৩
           শতান্যুপরি চৈবাষ্টৌ তথা ভূয়শ্চ সপ্ততিঃ।
          গল্পানাঞ্চ পরীমাণমেতদেব বিনিৰ্দ্দিশে‍ৎ॥২৪

অনুবাদ : শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ! গণিতের তত্ত্বজ্ঞ বিদ্বানেরা এক অক্ষৌহিণী সেনার মধ্যে রথের সংখ্যা একুশ হাজার আট শত সত্তর (২১৮৭০) বলেন। হাতির সংখ্যাও তদ্রুপ (২১৮৭০) বলেন।

           জ্ঞেয়ং শতসহস্রং তু সহস্রাণি নবৈব তু।
        নরাণামপি পঞ্চাশৎ শতানি ত্রীণি চানঘাঃ॥২৫

অনুবাদ : নিষ্পান ব্রাহ্মণগণ! এক অক্ষৌহিণীতে পদাতির সংখ্যা এক লক্ষ নয় হাজার তিন শত পঞ্চাশ (১০৯৩৫০) জানিবেন।

           পঞ্চষষ্টিসহস্রাণি তথাশ্বানাং শতানি চ।
         দশোত্তরাণি ঘট প্রাহুৰ্যথাবদিহ সংখ্যয়া॥২৬

অনুবাদ : বিদ্বানেরা, অক্ষৌহিণীতে অশ্বের সংখ্যা বলিয়াছেন পঁয়ষট্টি হাজার ছয় শত দশ (৬৫৬১০)।

       "পত্তিপ্রভৃতির ক্রমিক সংখ্যা সঙ্কলন"

                "হস্তী"            

    • পত্তি           =   ১          
    • সেনামুখ     =   ৩         
    • গুল্ম           =   ৯       
    • গণ             =  ২৭             
    • বাহিনী        =  ৮১         
    • পৃতনা        =  ২৪৩          
    • চমূ            =  ৭২৯          
    • অনীকিনী  =  ২১৮৭   
    • অক্ষৌহিণী = ২১৮৭০                                      

      ১৮ অক্ষৌহিণী = (২১৮৭০×১৮)=৩৯৩৬৬০

                "রথ"         

    • পত্তি           =   ১          
    • সেনামুখ     =   ৩         
    • গুল্ম           =   ৯       
    • গণ             =  ২৭             
    • বাহিনী        =  ৮১         
    • পৃতনা        =  ২৪৩          
    • চমূ            =  ৭২৯          
    • অনীকিনী  =  ২১৮৭   
    • অক্ষৌহিণী = ২১৮৭০     

    ১৮ অক্ষৌহিণী = (২১৮৭০×১৮)=৩৯৩৬৬০ 

                "পদাতি"  

    • পত্তি           =      ৫          
    • সেনামুখ     =     ১৫         
    • গুল্ম           =     ৪৫       
    • গণ             =    ১৩৫             
    • বাহিনী        =    ৪০৫       
    • পৃতনা        =    ১২১৫          
    • চমূ             =    ৩৬৪৫         
    • অনীকিনী  =   ১০৯৩৫  
    • অক্ষৌহিণী =  ১০৯৩৫০ 

     ১৮ অক্ষৌহিণী = (১০৯৩৫০×১৮)=১৯৬৮৩০০ 

                 "অশ্ব"  

    • পত্তি           =   ৩          
    • সেনামুখ     =   ৯         
    • গুল্ম           =   ২৭       
    • গণ             =  ৮১             
    • বাহিনী        =  ২৪৩         
    • পৃতনা        =  ৭২৯          
    • চমূ            =  ২১৮৭          
    • অনীকিনী  =  ৬৫৬১   
    • অক্ষৌহিণী =  ৬৫৬১০  

      ১৮ অক্ষৌহিণী = (৬৫৬১০×১০)=১১৮০৯৮০

১৮ অক্ষৌহিণীর মধ্যে হস্তী সংখ্যা     = ৩৯৩৬৬০
১৮ অক্ষৌহিণীর মধ্যে রথ সংখ্যা      = ৩৯৩৬৬০
১৮ অক্ষৌহিণীর মধ্যে পদাতি সংখ্যা = ১৯৬৮৩০০
১৮ অক্ষৌহিণীর মধ্যে অশ্বের সংখ্যা      = ১১৮০৯৮০

সব মিলিয়ে = উনচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার ছয় শত (৩৯৩৬৬০০)

 ©️অমৃতস্য পুত্রাঃ 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন