![]() |
পণ্ডিত উদয়বীর শাস্ত্রী |
দর্শনশাস্ত্রের উদ্ভট বিদ্বান্ পণ্ডিত উদয়বীর শাস্ত্রীজীর জন্ম - ১৮৯৫ সনের ৬ জানুয়ারি বুলন্দশহর জেলার বনৈল গ্রামে হয়েছিল। তিনি স্বগ্রামেই প্রারম্ভিক শিক্ষালাভ করেন। তৎপশ্চাৎ তিনাকে ৯ বছর বয়সে ১৯০৪ সনের জুলাই মাসে গুরুকুল সিকন্দরাবাদে প্রবিষ্ট করানো হয়। পুনঃ উচ্চ শিক্ষালাভ করার জন্য ১৯১০ সনের জুলাই মাসে গুরুকুল মহাবিদ্যালয় জ্বালাপুরে প্রবিষ্ট হন। তিনি (১৯১৫-১৯১৬ সনে) কোলকাতায় ন্যায়তীর্থ তথা সাংখ্য-যোগতীর্থ পরিক্ষায় উত্তীর্ণ হন। পুনঃ পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রী, বনারস থেকে বেদান্তাচার্য, গুরুকুল মহাবিদ্যালয় থেকে বিদ্যাভাস্কর আদি পরিক্ষাতেও সফলতাপূর্বক উত্তীর্ণ হন। গুরুকুল মহাবিদ্যালয় জ্বালাপুরেই পণ্ডিতজীকে "বিদ্যাবাচস্পতি" উপাধি দেওয়া হয়। জগন্নাথপুরীর ভূতপূর্ব শঙ্করাচার্য শ্রী ভারতী কৃষ্ণতীর্থ পণ্ডিতজীর অপার বৈদুষ্য দেখে 'বেদরত্ন' তথা 'শাস্ত্র শেবধি' উপাধিতে বিভূষিত করেন।
নিয়মিত অধ্যয়ন সমাপ্তির পর তিনি গুরুকুল মহাবিদ্যালয় জ্বালাপুর, ন্যাশনাল কলেজ লাহোর, দয়ানন্দ মহাবিদ্যালয় লাহোর তথা শার্দুল সংস্কৃত বিদ্যাপীঠ বীকানের আদি সংস্থায় অধ্যাপনার কার্য করেন। শাস্ত্রীজী সম্পূর্ণ জীবন শাস্ত্রালোচন তথা উচ্চ কোটির দার্শনিক গ্রন্থ প্রণয়নে ব্যতীত করেন। দর্শন শাস্ত্রে তিনার অধিকার ছিল তথা সাংখ্যদর্শনের বিশেষজ্ঞ বিদ্বান্ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তিনি অনেকত্র বিবিধ পুরস্কারেও পুরস্কৃত হন।
লে. কা. –
২.বেদান্তদর্শন ভাষ্য
৩.বৈশেষিকদর্শন ভাষ্য
৪.ন্যায়দর্শন ভাষ্য
৫.যোগদর্শন ভাষ্য
৬.মীমাংসা দর্শন ভাষ্য।
৭.সাংখ্যসিদ্ধান্ত,
৮.সাংখ্যদর্শনের ইতিহাস
৯.প্রাচীন সাংখ্যসন্দর্ভ
১০.বেদান্তদর্শনের ইতিহাস এবং কৌটলীয় অর্থশাস্ত্র অনুবাদ সহ আরো অনেক গ্রন্থ নিয়ে তিনি লেখন কার্য্য করেছেন।