রাসলীলা কোন মাসে হয়েছিলো?
শ্রীমদ্ভাগবত-১০/২৯/১ শ্লোকে বলা হয়েছে–
শ্রীবাদরায়ণি বললেন-যড়ৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুটিত
মল্লিকা কুসুমরাশি সুরভিত সেই শরৎকালীন রজনী অবলোকন করে তাঁর যোগমায়া শক্তির
প্রভাবে তাঁর প্রেমময় লীলা উপভোগের অভিলাষ করলেন।
ইসকন প্রকাশিত
লীলাপুরুষোত্তম গ্রন্থের ২৯অধ্যায়েও বলা হয়েছে –
শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে, শারদীয়া
পূর্ণিমায় রাসলীলা অনুষ্ঠিত হয়েছিলো।
ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্ম-খণ্ড-২৮/৬-৭ শ্লোকে বলা
হয়েছে–
একদিন শ্রীকৃষ্ণ চৈত্রমাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে পূর্ণচন্দ্রোদয়
হওয়ার পর বৃন্দাবন যান। তারপর ক্রমান্বয়ে কিভাবে রাধা ও গোপীগণ রাসমণ্ডলে যায় এবং
লীলা করেন তার বর্ণনা আছে।
গর্গ সংহিতা-শ্রীবৃন্দাবনখণ্ডের ১৯নং অধ্যায়ে বলা হয়েছে–
বৈশাখ মাসে মাধবী লতা দ্বারা ব্যাপ্ত বৃন্দাবনে রাসেশ্বর মাধব স্বয়ং রাস আরম্ভ
করেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া পঞ্চমীতে যখন সুন্দর চন্দ্রোদয় হয়, সেই সময় মনোহর শ্যামসুন্দর- যমুনার তটবর্তী উপবনে রাসেশ্বরী
শ্রীরাধার সাথে রাস-বিহার করেন।
অমৃতস্য পুত্রাঃ