রাসলীলা কোন মাসে হয়েছিলো?

রাসলীলা কোন মাসে হয়েছিলো?


শ্রীমদ্ভাগবত-১০/২৯/১ শ্লোকে বলা হয়েছে

ভগবানপি তা রাত্রীঃ শারদোৎফুল্লমল্লিকাঃ।
বীক্ষ্য রক্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ ॥

শ্রীবাদরায়ণি বললেন-যড়ৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুটিত মল্লিকা কুসুমরাশি সুরভিত সেই শরৎকালীন রজনী অবলোকন করে তাঁর যোগমায়া শক্তির প্রভাবে তাঁর প্রেমময় লীলা উপভোগের অভিলাষ করলেন।

ইসকন প্রকাশিত লীলাপুরুষোত্তম গ্রন্থের ২৯অধ্যায়েও বলা হয়েছে শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে, শারদীয়া পূর্ণিমায় রাসলীলা অনুষ্ঠিত হয়েছিলো।


 

ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীকৃষ্ণ জন্ম-খণ্ড-২৮/৬-৭ শ্লোকে বলা হয়েছে

একদিন শ্রীকৃষ্ণ চৈত্রমাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে পূর্ণচন্দ্রোদয় হওয়ার পর বৃন্দাবন যান। তারপর ক্রমান্বয়ে কিভাবে রাধা ও গোপীগণ রাসমণ্ডলে যায় এবং লীলা করেন তার বর্ণনা আছে।

 

গর্গ সংহিতা-শ্রীবৃন্দাবনখণ্ডের ১৯নং অধ্যায়ে বলা হয়েছে

বৈশাখ মাসে মাধবী লতা দ্বারা ব্যাপ্ত বৃন্দাবনে রাসেশ্বর মাধব স্বয়ং রাস আরম্ভ করেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া পঞ্চমীতে যখন সুন্দর চন্দ্রোদয় হয়, সেই সময় মনোহর শ্যামসুন্দর- যমুনার তটবর্তী উপবনে রাসেশ্বরী শ্রীরাধার সাথে রাস-বিহার করেন।


অমৃতস্য পুত্রাঃ

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন